
কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় যুবত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে সাহাপুর ও গাইনপাড়া মাঠের এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাকির মোল্লা (৪৫) উপজেলার হোগলবাড়িয়া ইউপির সাহাপুর গ্রামের আরব মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জাকির মোল্লার সঙ্গে গাইনপাড়া এলাকার আবু মন্ডলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে গাইনপাড়া এলাকায় জাকির মোল্লা তার আবাদ করা মরিচের ক্ষেতে গেলে আবু মন্ডল ও তার স্বজনরা তার ওপর চড়াও হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো হাসুয়া দিয়ে জাকিরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।