
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতাঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোয়াইনঘাট থানার এস আই মো. এমরুল কবির মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জাফলং বাজারস্থ বাস স্ট্যান্ডের টিকেট কাউন্টারের কক্ষের ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১৩বোতল মদসহ সাদ্দাম হোসেন নামে ১ জনকে আটক করে। ধৃত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার লাউড়া গ্রামের মো. রইছ উদ্দিনের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল মাদকসহ এক জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।