
জাল দলিলে জমি বিক্রির মামলায় গ্রেপ্তারকৃত রংপুর সিটি করর্পোরেশনের (রসিক) কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৮ এপ্রিল) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা এ আদেশ দেন।
জানা যায়, আওয়ামী লীগ নেতা শিপলুর বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জমি জাল দলিল করে বিক্রির অভিযোগ রয়েছে। এ মামলায় তিনি ১ বছরের সাজাপ্রাপ্ত। এছাড়া আরও ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলার আসামি তিনি। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে নগরীর বিনোদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তার বিরুদ্ধে থাকা চারটি মামলার মধ্যে তিনটিতে জামিন মঞ্জুর করলেও চাঁদাবাজির এক মামলায় জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন বিচারক।
আসামির আইনজীবী মাহমুদুল হক সেলিম বলেন, চারটি মামলার মধ্যে তিনটি মামলায় আদালত জামিন মঞ্জুর করেছেন। আর একটি মামলা বিচারক না থাকার কারণে সেটির শুনানি করা সম্ভব হয়নি। সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।