////

জাল দলিল বানিয়ে ভূমি আত্মসাতের অভিযোগ

8 mins read

মৌলভীবাজারের জুড়ীতে জাল দলিল করে ভূমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন অভিযোগ করেন কুলসুম আক্তার কলি নামে এক ভুক্তভোগী নারী। তিনি উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

জানা যায়, কুলসুম আক্তারের স্বামী মোহাম্মদ আলী জীবিতাবস্থায় ২০১৬ সালের ২৪ জানুয়ারি তার নামে জমি রেজিস্ট্রি করে দেন। ২০২১ সালে ৫ শতক জমি বিক্রি করে স্বামীর চিকিৎসায় ব্যয় করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি কুলসুমের স্বামী মারা যান। গত ১২ মার্চ জমিতে বেড়া দিতে গেলে স্বামীর বোন জমিলা বেগম এবং তার ছেলে হারিছ আলী ও জমির আলী বাধা দেয়। তখন জমির জাল দলিলের ফটোকপি দেখিয়ে জমিটি তাদের দাবি করে এবং হুমকি দেয়। এ ঘটনায় তিনি ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ তলব করলেও তারা সাড়া দেয়নি।

ভুক্তভোগী কুলসুম আক্তার বলেন, হারিছ আলী এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার ভাই জমির আলী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের দাপটে নিরাপত্তাহীনতায় রয়েছি। এ সুযোগ কাজে লাগিয়ে ওরা আমার সম্পত্তি আত্মসাতে লিপ্ত রয়েছে। যেকোনো সময় তারা হামলা করে জমি দখলে নেওয়ারা পরিকল্পনা করছে।

অভিযুক্ত হারিছ আলী ওরফে হারিস মোহাম্মদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মা তার পৈতৃক সম্পত্তি পান প্রায় তিন কিয়ার। কিন্তু আমার মামা ২০১২ সালে ১৯ শতক জমি আমার মা’র নামে লিখে দেন। বাকী সম্পত্তিগুলো আমরা আদালতে মামলা করে উদ্ধার করব। তাছাড়া দলিল জাল না আসল সেটা আদালতে প্রমাণ হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version