
মৌলভীবাজারের জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইদের হাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৯ ঘটিকায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে। নিহত আব্দুল হামিদ (৬০) দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত লতিফ আলীর পুত্র।
নিহতের পুত্র আপ্তাব আলী ও রিফাত আহমদ অভিযোগ করে বলেন- জমি সংক্রান্ত বিষয়ে আমাদের বাবার সাথে চাচা ফারুক আহমদ ও আব্দুল জলিল মাস্টারের বিরোধ চলছিল। ঘটনার দিন চাচা ফারুক আহমদ ও আব্দুল জলিল এবং তাদের চাচাতো ভাই আব্দুল খালিকসহ কয়েকজন এলোপাতাড়ী কিল, ঘুষি ও বুকে পিঠে লাথি মারতে থাকায় ঘটনাস্থলে উনার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।