//

জুড়িতে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান

7 mins read

মৌলভীবাজারের জুড়িতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২২ এর সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থী দুটি গ্রুপে অংশগ্রহণ করে। সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ, দ্বিতীয় স্থানে হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ। জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে জুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ২য় স্থান ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়, ৩য় স্থান আল ফালাহ ইসলামিক একাডেমি, ৪র্থ স্থান মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, ৫ম স্থান জায়ফরনগর উচ্চ বিদ্যালয়।

জুড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ি থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, নির্বাচন অফিসার হাফিজুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, টিএন খানম সরকারি কলেজের শিক্ষক প্রভাষক হিরন্ময় দেব, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version