জৈন্তাপুরে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক আহত
জৈন্তাপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক গুরুতর আহত হয়েছে। ১৪ মে শনিবার রাত সাড়ে ১০টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন গেইটের সম্মুখে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানন ও সাজন হরিপুর বাজার হতে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের কহাইগড় এলাকায় পৌঁছালে সিলেট হতে ছেড়ে আসা জৈন্তাপুর গামি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ১৪-৭২২৯) সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী সিলেট আম্বরখানা পশ্চিমপীর মহল্লার বাসিন্দা কানন (৩২) ও সাজন (২৮) মোটর সাইকেল হতে ছিটকে পড়ে গরুত্বর আহত হন।
স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দূর্ঘটনার পর পর স্থানীয় জনতা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে। ঘটনার খবর পেয়ে দ্রুত জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম পৌছে স্থানীদের সাথে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশের হেফাজতে দূর্ঘটনায় কবলিত গাড়ী হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply