
জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত সেবা উন্নতির রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার স্লোগানকে সামনে রেখে উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় উপজেলা হলরুমে মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আজিজুল হক খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার লক্ষ্য তৃর্ণমূল পর্যায়ের জনগণের মাঝে রাষ্ট্রীয় সেবা পৌছে দিতে সরকারী প্রতিষ্ঠানকে শক্তিশালী করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস বশির উদ্দিন এমএ, ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, মো. কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম।
উন্নয়ন মেলায় অংশ গ্রহনকারী বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও ইউনিয়ন পরিষদ-কে সম্মাননা ক্রেষ্ট উপহার প্রদান করা হয়েছে ।