//

জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

7 mins read


সিলেটের জৈন্তাপুরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায় রাস্তায় দাড়িয়ে বখাটে রাজমিস্ত্রি নজরুল ইসলাম বিরক্ত করত এবং মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিত। স্কুল পড়ুয়া মেয়েটি ও বখাটে রাজমিস্ত্রি দু’জনের বাড়ি পাশাপাশি। স্কুল পড়ুয়া মেয়েটি প্রতিদিন রাজমিস্তির কর্মকান্ড সইতে না পেরে মেয়েটি তার ভাই সহ পরিবারকে বিষয়টি জানায়। একপর্যায় রাজমিস্তি স্কুল পড়ুয়া মেয়েটির উপর ক্ষিপ্ত হয়।

গত ১৭ এপ্রিল রাত অনুমান সাড়ে ৭টার দিকে মেয়েটি নিজ বসতঘরে রান্নার কাজ করছিলো ভাই কাজের সুবাধে বাড়ির বাহিরে যায় আর মা পাশের ঘরে গেলে আসামী রাজমিস্তি সেই সুযোগ কাজে লাগিয়ে রান্না ঘরে প্রবেশ করে ভিকটিমকে জড়িয়ে ধরে। তখন মেয়েটি চিৎকার করতে চাইলে ভয়ভীতি প্রদর্শন করে বসত ঘরের পশ্চিম কক্ষে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মামলা গ্রহন করে (মামলা নং-১৩)।
মামলার সূত্র ধরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ (২৩ এপ্রিল) শুক্রবার বিকাল ৩টায় দিকে মামলার এজহার নামীয় আসামী ঠাকুরের মাটি পশ্চিম সাতজনি এলাকার উসমান আলীর ছেলে রাজমিস্ত্রি নজরুল ইসলাম(২১) কে আটক করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version