/////

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩৬ বস্তা চিনি, ১৮টি গরু এবং ১৫টি মহিষ সহ ৪জন আটক

7 mins read

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিত্বে ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে রাত ভর পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৷ অভিযান কালে অবৈধ পথে চোরাকারবারী কর্তৃক নিয়ে আসা ভারতীয় ৩৬ বস্তা চিনি, ১৮টি গরু, ১৫টি মহিষ আটক করা হয় ৷

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো. আব্দুর রব জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন স্থানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান, সফিকুর রহমান সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মির্জা সাফায়েতের নেতৃত্ব পৃথক পৃথক স্থানে এসব অভিযান পরিচালানা করা হয়৷ এসময় পুলিশ ৪(চার) জনকে আটক করে ৷

আটককৃতরা হল উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. এখলাছ (২২) গৌরীশংকর গ্রামের শরাফত আলীর ছেলে সোহেল আহমদ (৩৩) এবং জৈন্তাপুর ইউনিয়নের খারুবিল গ্রামের শাহ আলম মিয়ার ছেলে ইয়াছিন আহমেদ (৩৬) এবং মৃত ফজর আলীর ছেলে মো. ইব্রাহীম (২৩)৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৩৬ বস্তা চিনি, ১৮টি গরু এবং ১৫ টি মহিষ সহ ৪ (চার) জনকে আটক করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে ৷ আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version