
সিলোটের জৈন্তাপুর মডেল থানা পুলিশে কিলো-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সহ দুই ব্যক্তি আটক হয়েছে ৷
পুলিশ সূত্রে জানান, ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা ১০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কিলো-৯ ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে জৈন্তাপুর ইউনিয়নের নলজুরী সীমান্ত এলাকা হতে ভারতীয় ঔষধ নিয়ে সিলেটের উদ্দ্যেশে যাত্রা করেছে ৷ সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জকে অবগত করি এবং অফিসার ইনচার্জ এর নির্দেশনায় সিলেট তামাবিল মহাসড়কের চাঙ্গীল ব্রিজের পশ্চিম পাড়ে পুলিশ অবস্থান করিলে ঔষধ চোরাচালন চক্রের দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাষ্টিকের বস্তা ফেলে দৌড়াইয়া পালাইয়া যাওয়ার চেষ্টা করে ৷ এসময় কিলো-৯ এর উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) নিখিল চন্দ্র দাস এর নেতৃত্ব পুলিশ টিমের সদস্যরা দুইজনকে আটক করে ৷
এসময় তাদের প্লাষ্টিকের বস্তা হতে ৬টি কাটুন হতে ৮লক্ষ ৭হাজার ৯৯ টাকা মূল্যের ভারতীয় ঔষধ সহ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চন্দগ্রামের মৃত জমরোদ এর ছেলে মো. ফয়জুল করিম উরপে মিন্টু (৪২) এবং সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপাড়া আদর্শগ্রামের সবুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) আটক করা হয় ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদ পেয়ে আমার কিলোটিম অভিযান করে ভারতীয় ঔষধ সহ তাদেরকে আটক করতে সক্ষম হয় ৷ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হয়েছে ৷ তিনি আরও বলেন আমাদের চোরাচালান বিরুধী অভিযান অব্যাহত থাকবে৷