সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৮০ বস্তা ভারতীয় চিনি সহ ডি.আই ট্রাক আটক।
পুলিশ সূত্রে জানাযায়, ৭ জুলাই রবিবার সন্ধ্যা ৭টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ষ্টেশন বাজার হতে অভিযান পরিচালনা করে ৩০ বস্তা ভারতীয় চিনি সহ ডি.আই ট্রাক আটক করা হয়। অপরদিকে রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট হতে অভিযান পরিচালনা করে ১৩০ বস্তা ভারতীয় চিনি আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, নিয়মিত চোরাচালান বিরুধী পৃথক পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৮০ বস্তা আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।