
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরুধী অভিযান পরিচালনা করে ৭১ বোতল মদ সহ ১মাদক ব্যবসায়ী কে আটক।
পুলিশ সূত্রে জানাযায়, ১২ এপ্রিল বুধবার রাত ৯টায় সিলেট তামাবিল মহাসড়কের টেংরা গ্রামের ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের কবির মিয়ার ছেলে বিলাল হোসেনের (৩৫) নিকট হতে ভারতীয় অফিসার চয়েজ ব্লু ২৩ বোতল, এম সি মেগডুয়েল ৪৮ বোতল সহ মোট ৭১ বোতল মদ আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নির্দেশনায়, জৈন্তাপুর মডেল থানার এসআই নিখিল ও এসআই রসুল সহ সঙ্গীয় ফোর্সরা এ অভিযানে নেতৃত্ব অভিযান পরিচালনা করে মদসহ ব্যবসায়ীকে আটক করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, মাদক আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।