সিলেটের জৈন্তাপুুরে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের হাতে জমিয়তের সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ ৷
৩০ মে সোমবার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যার ক্ষতিগ্রস্তদের মধ্যে কেন্দ্রীয় জমিয়তের পক্ষ হতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়৷ জমিয়তের সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহা-সচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহা-সচিব মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব বিষয়ক সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী ও যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসউদ আজহার, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মাওলানা রেজাউল করিম সহ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দরা ।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে দ্রুত বানবাসীরা স্বাভাবিক জীবনে ফেরার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত করেন ৷
Leave a Reply