//

জৈন্তাপুরে বিজিবি’র অভিযানে দুটি গাড়ী সহ ২৭ বস্তা মটরশুটি ও ৩০ কাটুন ভারতীয় নাসির বিড়ি আটক

11 mins read

জৈন্তাপুরে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বালীদাঁড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুটি গাড়ী সহ ২৭ বস্তা মটরশুটি ও ৩০ কাটুন ভারতীয় নাসির বিড়ি আটক জৈন্তাপুর ও লালাখাল বিজিবি’র সদস্যরা ৷ অভিযোগ উঠেছে বিজিবি কর্তৃক মটরশুটি আটককে কেন্দ্র করে সাধারণ মানুষকে হুমকী দিচ্ছে চোরাকারবারীরা ৷

এলাকাবাসী সূত্রে জানাযায়, ২৭ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা চারিকাটা ইউনিয়নের বালীদাঁড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা কর একটি লেগুনা গাড়ী সহ ২৭ বস্তা বাংলাদেশ সরকারের ভর্তুকি মূল্যে আমদানীকৃত মটরশুটি ভারতে পাচারের সময় অভিযান পরিচালনা করে আটক করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসে ৷ মটরশুটি সহ লেগুনা গাড়ী আটকের ঘটনায় চোরাকারবারী দলের সদস্যরা সাধারণ মানুষদের দোষারুপ করে হুমকী ধমকী এমনকী ভারতীয় মদ ও মাদকজাত দ্রব্য রেখে সাধারন মানুষকে হয়রারীর অভিযোগ পাওয়া গেছে ৷ হুমকী ধমকীর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য হাজির আলী ৷

হাজীর আলী জানান, সীমান্ত চোরাচালান নিয়ে তার ওয়ার্ডের সদস্যদের কোন সম্পৃকর্তা নেই৷ বিজিবি ২৭ বস্তা মটরশুটি সহ একটি লেগুনা আটক করে নিয়ে যায়৷ এঘটনায় প্রভাবশালী চোরাকারবারী দলের দুই সদস্য তার ওয়ার্ডের সাধারণ মানুষকে মদ ও মাদক দ্রব্য দিয়ে পুলিশের নিকট ধরিয়ে দিবে মর্মে অব্যাহত ভাবে হুমকী ধমকী দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন ৷

এদিকে বাঁলিদাঁড়া এলাকায় লালাখাল বিজিবি’র সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে একটি পিকআপ গাড়ী সহ ভারতীয় ৩০ কার্টুন ভারতীয় আমদানী নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি আটক করে ৷ আটককৃত বিডি ও পিকআপ সুরাইঘাট ক্যাপে নিয়ে যান ৷

দুটি গাড়ী সহ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি এবং মটরশুটি আটকের বিষয় নিশ্চিত করেন লালাখাল ও জৈন্তাপুর বিওপির কমান্ডারগণ ৷ এর বেশি তথ্যদিতে অপারগতা প্রকাশ করে জানান উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট আপনারা জানতে পারেন ৷ মালামাল আটক নিয়ে সাধারন জনগনকে হুমকী ধমকীর বিষয় নিয়ে কোন অভিযোগ তারা পাননি ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version