//

জৈন্তাপুরে বিশ্ব কুষ্ঠদিবস ২০২২ পালিত

7 mins read


সিলেটের জৈন্তাপুরে কুষ্ঠ রোগীর সামাজিকমর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কুষ্ঠদিবস পালিত।

৩০ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে হীড বাংলাদেশ জৈন্তাপুরের আয়োজনে বিশ্ব কুষ্ঠদিবস প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হিল্লোল শাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আব্দুল হালিম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, টিভি এন্ড ল্যাপরোসী এসিষ্ট্যান্ড মো. সবুজ মিয়া, টিভি কন্টেল এসিষ্ট্যান্ড মো. খায়ের মিয়া, কমিউনিটি ফ্যাসিলেটর নাজির আহমদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, নার্সগণ।


বিশ্ব কুষ্ঠদিবস আলোচনা সভায় কুষ্ট রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিগত ২০১৭ সন হতে ২০২১ সাল পর্যন্ত জৈন্তাপুর উপজেলায় প্রাথমিক ভাবে ২৩৮ জন সন্দেহজনক রোগী চিহ্নত করা হয়। তারমধ্যে হতে পরীক্ষা নিরিক্ষা করে ২৬জন রোগী পাওয়া যায়। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কুষ্ঠমুক্ত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version