
সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট পাথরঘাট মসজিদের সম্মুখে শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টায় ২টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় ৫জন মটর সাইকেল আরোহী আহত হন৷।
স্থানীয় এলাকাবাসীর দূর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হল জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের করগ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুজন আহমদ(২৪), ভিতরগ্রাম গ্রামের হারুন মিয়া(২৫), ভিতরগ্রামের বশির উদ্দীনের ছেলে শরিফ আহমেদ(২৫) সিলেট সদর উপজেলার মেজরটিলার বাসিন্ধা আইয়ুব আলীর ছেলে রুহল আমিন (১৯) ও মেজরটিলার আরিফ হোসেন (৩৫)।