
জৈন্তাপুরে ১৯ বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক৷
সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তের গৌরীশংকর মসজিদ এলাকায় সন্ধ্যা অনুমান সাড়ে ৭টায় জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে৷ এসময় ঘিলাতৈল সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ পথে নিয়ে আশা ৭টি ভারতীয় মহিষ আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়৷ যাহার স্থানীয় বাজার মূল্য অনুমান ১৫ লক্ষ টাকা হবে বলে ধারনা করে এলাকাবাসী৷ এদিকে বিজিবির উপস্থিতিটের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যায় ৷
মহিষ আটকের বিষয় নিশ্চিত করে জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের সদস্যরা৷ পরবর্তীতে উদ্বর্তন কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ৷