সিলেটের জৈন্তাপুর ইউপির বিভিন্ন গ্রামের বন্যা কবলিত পানি বন্ধি অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম ৷
১৫ মে রবিবার বিকাল ৩টার সময় হতে বন্যা কবলিত এলাকা জৈন্তাপুর ইউনিয়নের মোয়খাই, বিরাইমারা, গড়েরপাড়, ঢুল্টিরপাড়, খারুবিল, শেওলারটুক, বাওনহাওর, কাটাখাল, আমবাড়ী, লক্ষীপুর এলাকার বন্যায় পানিবন্ধি ও হতদরিদ্র নিম্ন আয়ের মানুষজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়৷ দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসনের সহায়তায় এসকল এলাকার মানুষের মধ্যে সহায়তা বিতরণ করা হবে ৷
উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, টানা সপ্তাহ জুড়ে এলাকায় পাহাড়ী ঢলে সৃষ্ট ফ্লাস বন্যায় আমার উপজেলার ইতোমধ্যে চারটি ইউনিয়নের প্রায় সকৎর গ্রাম প্লাবিত হয়েছে ৷ ইতোমধ্যে খাবারপানি সংকট দেখা দিয়েছে ৷ কর্মহীন শ্রমজীবি মানুষজনেরা পানি বন্ধি হয়ে খাদ্য সংকটে পড়েছে ৷ আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জৈন্তাপুর কে বন্যা দূর্ঘত এলাকা ঘোষনার দাবী জানাচ্ছি ৷ সেই সাথে বন্যাতদের জরুরী সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ৷ বন্যার বিষয়টি মাননিয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি কে অবহিত করা হয়েছে ৷
Leave a Reply