//

জৈন্তাপুর ফতেখা রোড ও উপজেলা রোডে উচ্ছেদ অভিযান

12 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাস্তা প্রশস্তকরন কাজের অংশ হিসাবে উপজলার পরিষদ গেইট সংলগ্ন এবং ফহেখাঁ রোড সংলগ্ন একে টাওয়ারের সম্মুখে রাস্তা প্রসস্তকরনে কাজের লক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ৷

২২ জানুয়ারী শনিবার সকাল ১১টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ৷ তিনি বলেন কয়েক মাস পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক রাস্তা প্রসস্ত করনের লক্ষে লাল রং দিয়ে জায়গা চিহ্নিত করন করে নিজেদের প্রতিষ্টান সমুহ সরিয়ে নেওয়ার বিষয়টি বলে দিয়েছিলেন৷ কিন্তু অজ্ঞাত কারনে অনেকেই লাল দাগ মিছে ফেলে প্রতিষ্টান সরিয়ে নেননি ৷ উপজেলা পক্ষ হতে অভিযান শুরু করা হয়েছে ৷ চেয়ারম্যান হিসাবে কিছুটা ছাড় দিয়ে কাজ শুরু করেছি ৷ সটিক ভাবে লাল দাগ পর্যন্ত খুঁজে বের করা হলে শতকরা ৯০ শতাংশ দোকান কৌটা ভাঙ্গা পড়বে৷ তারপরও আমি যে টুকু উচ্ছেদ করছি সে গুলো জনস্বার্থে করা হচ্ছে ৷ একটি পক্ষ সাধারণ লোকজনকে উসকানি দেওয়ার জন্য কাজ করছে ৷ আমি তাদেরকে বলছি আপনারাই রাস্তা প্রসস্ত করনের জন্যই বারবার আমাদের কাছে এসেছেন ৷ কাজ শুরু করায় যখন আপনাদের কয়েক জনের স্বার্থে আঘাত পড়ছে, তখন আপনারা চোঁখের আড়াল হতে সাধারণ মানুষদের উসকানি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ৷ আপনারা যাদেরকে উসকানি দিচ্ছেন তারা বিষয়টি আমাকে জানাচ্ছেন ৷ অতএব সটিক ভাবে প্রশাসন উচ্ছেদ পরিচালনা করলে প্রতিটি দোকান ভাঙ্গা পড়বে৷


উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সুলোমান আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন আহমদ প্রমুখ ৷


উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, চলমান রাস্তা প্রসস্ত বরন কাজ কোন অবস্থা বন্দ করার সুযোগ নেই, জনস্বার্থে অভিযান চলমান থাকবে ৷ সবাইকে রাস্তার জন্য চিহ্নিত করা সকল জায়গা নিজেদের উদ্যেগে ছেড়ে দিয়ে জনস্বার্থে এগিয়ে আসার আহবান জানান ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version