
জৈন্তাপুর মডেল থানার অভিযানে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারি গ্রেফতার এবং আদালতে প্রেরণ ৷
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আগষ্ট বুধবার এএসপি এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রসুলের নেতৃত্বে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর টু গোয়াইনঘাট সড়কে চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ডিআই পিক আপ সহ ভারতীয় ৫০ বস্তা চিনি আটক করা হয় ৷ এসময় পুলিশ উপজেলার লামাশ্যামপুর গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে গাড়ী চালক শামীম আহমদ (২২) কে আটক করেন৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ফতেপুর টু গোয়াইনঘাট সড়কে চেকপোষ্ট বসিয়ে ৫০ বস্তা চিনি সহ ১জনকে আটক করা হয়েছে৷ দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে ৷ আমাদের অভিযান অব্যাহত রয়েছে ৷