সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড আসামী ইব্রাহিম ওরফে ইমন আটক।
পুলিশ সূত্রে জানায়, ১৬ জুন দিবাগত রাত ১টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর ইউপির ২নং লক্ষীপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়ীর সন্নিকটে অভিযান পরিচালনা করে পুলিশের খাতায় মোষ্ট ওয়ান্ডেড আসামী কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের ছেলে ইব্রাহীম ওরফে ইমন (২৯) কে আটক করা হয়। আটক ইব্রাহিমের বিরুদ্ধে কানাইঘাট থানায় খুনের মামলা, চুরির মামলা, জৈন্তাপুর থানায় চুরির মামলা এবং গোলাপগঞ্জ থানায় নেশা জাতীয় দ্রব্য খাওয়াইয়া চুরির মামলা রয়েছে। পুলিশের ধারনা আটক ইমন আন্ত জেলা চুর ও ডাকাত দলের সক্রিয় সদস্য। গতকাল দুপুরে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ইমনকে আটক করা হয়। ১৭ জুন থাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। সে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল।
Leave a Reply