/////

জৈন্তাপুর মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর

11 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

১৪ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে মডেল মসজিদ জৈন্তাপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সংলগ্ন জায়গায় নির্মিত হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় মন্ত্রী ইমরান আহমদ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের কাজের উদ্বোধন করেন। এরপর মোনাজাত পরিচালনা করেন জামেয়া আরাবিয়াহ ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল জব্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপা মনি দেবী, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এমএ, জৈন্তাপুর-কানাইঘাট সার্কেল এ.এস.পি অনিল শর্মা, ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, মো. রফিক আহমেদ, কামরুজ্জামান চৌধুরী, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

উল্লেখ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলায় গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে রফিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের কাজের সমাপ্তি আগামী ২ বছরের মধ্যে শেষ হবে মর্মে আশা প্রকাশ করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version