
জৈন্তাপুরের ১৭ পরগনা ব্যতিক্রমী এক মেলবন্ধন। সামাজিক ঐক্যের প্রতীকও। যেকোনো আন্দোলন সংগ্রামে জৈন্তাবাসী এক কাতারে দাঁড়ান ১৭ পরগনার ব্যনারে। সেখানে নেই কোনো দলীয় বিভেদ। সবাই ১৭ পরগনার বাসিন্দা নেতৃত্ব দেন পরগনার মুরুব্বিরা। গত ৯ দিন ধরে জৈন্তাপুরে উত্তেজনা চলছে। সিলেটের বাস মালিক সমিতির সঙ্গে এবার ১৭ পরগনার দ্বন্দ্ব। ঘটনার শুরু ৭ই জুলাই রাত থেকে।
এরপর থেকে জৈন্তাপুরে বাস চললেও যাত্রী উঠছে না। প্রতিবাদস্বরূপ ১৭ পরগনার নেতারা বাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল জৈন্তাপুরের ১৭ পরগনার বৈঠক ছিল ঐতিহাসিক ডেফলতলায়। দুপুরের পর থেকে সেখানে জড়ো হতে থাকেন পরগনার বাসিন্দারা। কয়েক হাজার মানুষ এ বৈঠকে যোগ দেন। ঘটনার নিস্পত্তি করতে অবশেষে হস্তক্ষেপ করেছেন সিলেটের নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। আগের রাতে জানান দিয়ে গতকাল বিকালে তিনি জৈন্তাপুরে যান।
এরপর ১৭ পরগনার বৈঠকে যোগ দেন। তবে ১৭ পরগনার রেওয়াজ অনুযায়ী তিনি নিজ হাতে পানবাটা নিয়ে হাজির হন। সেখানে পরগনার সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী জৈন্তাপুরের প্রবীণ মুরুব্বি সবার সামনেই হাসিমুখে পানবাটা গ্রহণ করেন।
১৭ পরগনার মুরুব্বি ও চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ চৌধুরী জানিয়েছেন, ১৭ পরগনার রেওয়াজ হলো পরগনার বৈঠকে কেউ কোনো বিষয়ে কথা বলতে চাইলে তিনি পানবাটা দিতে হয়। সেটি উভয়ের সৌজন্যতা। এ কারণে সিলেটের মেয়র যখন সমস্যা সমাধানে কথা বলতে আসেন তখন তিনি পানবাটা নিয়ে আসেন। তার পানবাটা আমাদের সভাপতি হাসিমুখে গ্রহণ করেন। এরপর মেয়র কথা বলেন।
জৈন্তাপুরের উপজেলা চেয়ারম্যান ও ১৭ পরগনার মুরুব্বি কামাল আহমদ গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, আমাদের চলমান আন্দোলনের একটি সম্মানজনক নিস্পত্তি চান ১৭ পরগনাবাসী। নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সমস্যা সমাধানের লক্ষ্যে জৈন্তাপুরের ডেফলতলায় আসেন। তিনি ১৭ পরগনার মুরুব্বিদের রাতে সিলেটের পুলিশ সুপারের ওখানে দাওয়াত দেন। সম্ভবত ওই দাওয়াতে বিবদমান পরিবহন মালিক ও শ্রমিকরাও আসবেন। আমরা মেয়রকে সম্মান জানিয়ে পুলিশ সুপারের ওখানে দাওয়াতে আসছি।
এদিকে গতকাল দুপুরে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিকরা দুপুরে ১৭ পরগনার কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে তারা জানিয়েছেন. জৈন্তাপুর সড়কে যাত্রী নিয়ে বাস চলছে। কিন্তু দুঘর্টনার পরদিন থেকে বাস গেলেই জোরপূর্বক যাত্রী নামিয়ে দেয়া হচ্ছে।
এঘটনা তাদের জন্য সম্মানহানির। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ঘটনার নিস্পত্তির জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক উসমান আলী। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বিকালে জানিয়েছেন, ‘আমরা প্রতিবাদ সভায় ঘটনার নিস্পত্তির জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি এই সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মীমাংসা না করা হয় তাহলে আগামী বুধবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিকরা কর্মবিরতিতে যাবেন। কোনো ধরনের পরিবহন রাস্তায় চলবে না।
গত ৭ই জুলাই রাতে জৈন্তাপুরের দরবস্ত বাজারের কাছে পল্লী বিদ্যুৎ অফিসের সন্নিকটে বাস ও টমটম মুখোমুখি সংঘর্ষে এলাকার ৫ বাসিন্দা নিহত হন। আহত হন আরও কয়েকজন। এ ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকরা নিহতের জানাজায় অংশ না নেয়ায় এবং আহতদের দেখতে না যাওয়ার কারণে ৯ই জুলাই দু’ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন এলাকাবাসী। এর প্রতিবাদে ১০ই জুলাই থেকে জৈন্তাপুর রুটে বাস ধর্মঘট শুরু করে সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।
১৩ই জুলাই থেকে তারা সিলেট জেলাব্যাপী ধর্মঘটের ডাক দিলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈঠকে পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে। এরপর থেকে ১৭ পরগনার বাসিন্দারা বাস বর্জন কর্মসূচি পালন করছে। তবে, বাস থেকে জোরপূর্বক যাত্রী নামিয়ে দেয়ার প্রতিবাদে এখন পরিবহন মালিক ও শ্রমিকরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। এই অবস্থায় সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনার নিস্পত্তির জন্য জৈন্তাপুরের ১৭ পরগনার বৈঠকে শরিক হন।
একইসঙ্গে ওই বৈঠকে যোগ দেয়ার সময় ১৭ পরগনার সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরীর হাতে রেওয়াজ অনুযায়ী পানবাটা দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিমও। তিনি পানবাটা দিয়ে পুলিশ সুপারের আমন্ত্রণের বিষয়টি বৈঠকে অবগত করেন সবাইকে।