জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ এর ত্রাণ বিতরণ
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো বৃহত্তর জৈন্তার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ।
২৬ মে বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ এর নেতৃবৃন্দ, তারা বলেন, ২০০৪ সনের বন্যা হতে ২০২২ সনের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় মানুষ। তাদের পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমাদের আজকের আয়োজন।
সংগঠনের সভাপতি হোসাইন আহমদ বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়াতে এখানে ত্রাণ বিতরণ হয়না, তাই আমরা এই পিছিয়ে পড়া জনপদকে বেছে নিয়েছি। সাধারণ সম্পাদক প্রণত কান্ত দেব বলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
নৌকাযোগে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব, সহ সভাপতি আবু তায়েফ, আশরাফুল ইসলাম, যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক তমিজুর রহমান, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক রাফিউল আলম ফলিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দেলোয়ার হোসেন সহ প্রমুখ।
Leave a Reply