সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানাযায়, গত ৯ মে বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রী পড়–য়া ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার উদ্যোশে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল মিফতাউল উলুম মাদ্রাসার সম্মুখে রাস্তার গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এসময় সিলেট এসএমপি এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা খাঁসদবীর গ্রামের আফতাবুল হক উরফে বাবুল এর ছেলে সোহানুর রহমান সোহান (২২) অন্যান্যদের সহযোগিতায় ভিকটিমকে অপহরণ করে প্রাইভেট গাড়ী যোগে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (যাহার নং ৭/৩০)।
মামলা দায়ের পর তদন্তকারী কর্মকর্তা সাহিদ মিয়া সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুতফর রহমান ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায় টাঙ্গাইল জেলা পুলিশ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সখিপুর হতে অপহরণকারী সোহানুর রহমান সোহান কে গ্রেফতার করে এবং অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে জৈন্তাপুরে মডেল থানায় নিয়ে আসেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ ভিকটিম উদ্ধার ও অপহরণকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে পুলিশ কয়েকটি অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। ২৫ মে সকাল ১১টায় ভিকটিম কে তার মায়ের জিম্মায় এবং অপহরণকারীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply