সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বাংলাদেশী এক নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন চেকপোষ্ট কর্তৃপক্ষ ও বিএসএফ।
চেক পোষ্ট সূত্রে জানাযায়, শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাটকুচি টিলাপাড়া গ্রামের মো: ফরহাদ হোসেন’র ছেলে মো: আলী হোসেন (৩০) প্রায় দুই বছর পুর্বে নালিতা বাড়ী থানার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক করে ভারতীয় বিএসএফ।
মো: আলী হোসেন জানান, দীর্ঘ ২১ মাস মেঘালয়ের তুরা ডিষ্ট্রিক জেলে থাকার পর, ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর’র প্রচেষ্টায় ২৮ জানুয়ারী শুক্রবার দুপুর ১২টার দিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ডাউকি বিএসএফ কোম্পানি কমান্ডার রাকেশ কুমার মিসরা, ডাউকি ইমিগ্রেশন চেকপোষ্ট’র অফিসার ইনচার্জ রিচেনট্রন খাড়াকর, তামাবিল ইমিগ্রেশন চেক পোষ্ট’র অফিসার ইনচার্জ মো: রনু মিয়া, এ এস আই মো: রমজান নিকট হস্তান্তর করে ৷ পরে মো. আলী হোসেনকে তামাবিল চেকপোষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের নিকট হস্তান্তর করা হয় ৷
তামাবিল ইমিগ্রেশন চেক পোষ্ট’র অফিসার ইনচার্জ মো: রনু মিয়া বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মো: আলী হোসেন ফেরত পাঠায় আমরা থাকে গ্রহন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের নিকট হস্তান্তর করি ৷
Leave a Reply