/

দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

5 mins read

ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল শাকিল আহমেদ(৩০) ও মো. আশফাকুর রহমান সজিব(২৮)। এর মধ্যে শাকিল ২০১৬ সালে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি। আর সজিব অস্ত্র মামলার আসামি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার দুজনই মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের বিরুদ্ধে ৫টি এবং মো. আশফাকুর রহমান সজিবের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছে। আজ তাঁরা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সমস্যা হবে বলেও হুমকি দেন। অভিযোগ পেয়ে মিরপুর থানা পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version