অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিশেষ জজ আদালতের দেওয়া ১০ বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট

বিশেষ আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে তার করা আপিল খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী বিচারপতি কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার ( মার্চ) আদেশ দেয়। আদালতের রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে

তবে দুদক আইনের ২৬ ধারায় দেওয়া সাজা বাতিল করে দিয়েছে আদালত দুদক আইনের ২৬ ধারায় তাকে বছর এবং ২৭ ধারায় তাকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version