/////

দূর্ঘটনা রোধ কল্পে সিলেটের তিন থানায় ডিজে ট্রাক বন্দ করতে পুলিশের অভিযান

9 mins read

সড়ক দূর্ঘটনা রোধ কল্পে সিলেটের পর্যটন খ্যাত তিন থানা এলাকায় ডিজি ট্রাক বন্দে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সহ ঈদের পরবর্তী দিন সমুহে সিলেটের পর্যটন খ্যাত উপজেলা জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে উঠতি বয়সী কিছু সংখ্যাক তরুন খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে বেপরোয়া গতিতে ডিজে পার্টি করতে করতে পর্যটন এলাকায় গমন করেন। অতিরিক্ত গতী এবং উচ্চ মাত্রায় বাদ্য যন্ত্র পরিচালনার দায়ে সড়কের পথচারি বাজার এলাকার সাধারণ মানুষ এবং পর্যটন এলাকার পর্যটকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে ডিজে পার্টির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণনের নির্দেশনা জারীর পর পর তিন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ অভিযানে নামে।

অভিযান পরিচালনা কালে ট্রাফিক আইন লংগন এবং খোলা ট্রাকে আগত ডিজে পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পুলিশ। মালামাল পরিবহনের ট্রাকে মানুষ পরিবহন করায় ট্রাক চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে জরিমানা প্রদান এবং মামলা করা হয়। অপরদিকে একই সাথে মোটর সাইকেল আটক করা হয়।

ডিজে ট্রাকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক। তিনি আরও বলেন জনসাধারনের চলাচল, মানুষের জান মালের নিরাপত্তার জন্য চলমান এই অভিযান আগামী আরও দুই-তিন দিন পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট আইনে চালক ও পরিবহনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version