
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে সিদ্দিকী মার্কেটের ৬নম্বর কক্ষে থাকা রিপন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের দোকানে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা থানকাপড়, চারটি সেলাই মেশিনসহ আগুনে পুড়ে চারলক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন মিয়া (২৪) জানান, শনিবার রাত আটটার দিকে তিনি তাঁর দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এর পর এই ঘটনা ঘটেছে।
রোববার ফজরের নামাজ শেষে বাজারে আসা মুসুল্লিরা দোকানের ভেতরে আগুন জ্বলতে দেখতে পেয়ে তাঁরা আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকান্ডে তাঁর চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এতে তিনি নিঃস্ব হয়ে গেছি।
ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন,ঘটনাটি শুনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ সংক্রান্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।