////

ধর্মপাশায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

6 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও ওই বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০জুন,) সকাল ১১টায় বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।

স্বাগত বক্তব্য রাখেন বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য কামরুল হাসান লিটু প্রমুখ।

অনুষ্ঠানে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত দুজন ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত একজন এবং চলতি বছরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩এ গণিত বিষয়ের কুইজ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় মোহাম্মদ সাব্বীর জামান ইনানসহ চারজন কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ক্রেস্ট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version