/////

ধর্মপাশায় ডাকাতির মামলায় ইউপি সদস্য কারাগারে

7 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা জায়েদ নূর (৪০) কে গত বুধবার (২আগস্ট) সন্ধ্যায় নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধর্মপাশা থানার উপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন,উপজেলার ‍সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া জলমহালে জেলেদের খলাঘরে গত ২৪মার্চ দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬মার্চ রাতে ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ডাকাতির মামলা হয়। এই মামলায় ইতিপূর্বে গ্রেপ্তারকৃত পাঁচজন আসামির মধ্যে তিনজন আসামিই এই ডাকাতির ঘটনায় ইউপি সদস্য জায়েদনূর নেতৃত্বে ছিলেন বলে আদালতে দেওয়া ১৬৪ধারা জবান বন্দীতে তাঁরা স্বীকার করেছেন। এই ডাকাতির ঘটনায় জড়িত থাকার সত্যতা থাকায় ইউপি সদস্য জায়েদনূর কে বুধবার সন্ধ্যা সাতটা ২০মিনিটের সময় নিজ গ্রামের একটি মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইউপি সদস্য জায়েদ নূর বলেন, এই ডাকাতির ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version