
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজার থেকে শনিবার(২৭) মে বিকেল চারটার দিকে ডাকাতির মামলার আসামি মো. শাহ জামাল (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার রাজাপুর দক্ষিণ হাটি গ্রামে। সে ওই গ্রামের কৃষক সুজাত মিয়ার ছেলে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া জলমহালে গত ২৪ মার্চ দিবাগত রাতে জেলেদের খলাঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৬মার্চ রাতে ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ডাকাতির মামলা হয়।
বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার রাজাপুর বাজার থেকে শনিবার বিকেল চারটার দিকে আসামি মো.শাহ জামালকে(২৪) কে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনায় জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হবে।