
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে গতকাল বুধবার (৩১মে) সকাল ১০টার দিকে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন গ্রামের ৬০জন কিষান কিষানি অংশ নেয়। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কৃষক প্রশিক্ষণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।প্রশিক্ষণ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা পানি উৎপাদনশীলতা উন্নতকরণ ও সেচ মটর নিরাপত্তা যন্ত্রের উদ্ভাবক গোলাম জিলানী ও সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) শওকত ওসমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ্ আলম।