////

ধর্মপাশায় নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

7 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে পিবিজিএসআই প্রকল্পের অনুদান, বঙ্গবন্ধু সৃজন শীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ৬১জনকে নগদ অর্থ, ৭৬ জনের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর। উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুকের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারমান নাসরিন সুলতানা দিপা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version