সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের পশ্চিমে থাকা বারিয়া নদীর পানিতে গতকাল রবিবার দুপুরে গোসল করতে গিয়ে কল্পনা আক্তার (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ওই ইউনিয়নের বালিজুড়ী গ্রামে।
এলাকাবাসী ও ওই নারীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের বাসিন্দা জমির আলীর স্ত্রী কল্পনা আক্তার (২৬) গতকাল রবিবার বেলা দুইটার দিকে বারিয়া নদীর পাড়ে তার আট বছরের ছেলে রাফি মিয়াকে বসিয়ে রেখে তিনি ওই নদীর পানিতে গোসল করতে নেমে আর উঠেননি। ঘটনাটি জানতে পেরে ওইদিন বেলা আড়াইটার দিকে মৃত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
পাইকরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।