/////

ধর্মপাশায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্ধুদ্ধকরণ কর্মশালা

6 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণ মিলনায়তনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩১মে) সকাল ১০টার দিকে বিশ্ব সাহিত্য কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ২৪টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারি শিক্ষক (গ্রন্থাগারিক)সহ ৪৮জন অংশ নেয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার।স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক।অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মূচির টিম ম্যানেজার পার্থ প্রতিম মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version