/////

ধর্মপাশায় শোক সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার

12 mins read

স্বাধীন এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে-ধর্মপাশায় শোক সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার।

সৃনামগঞ্জ -১ (ধর্মপাশা- জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে সংসদ সদস্য পদে আওযামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যডবোকেট রনজিত সরকার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন এই বাংলাদেশটি শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ সর্বদিক দিয়ে এগিয়ে যাচ্ছে।

উন্নয়নের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী একটি মহল উঠে পড়ে লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্রয়ন দেখে তাদের গাজ্বালা শুরু হয়েছে। স্বাধীনতা বিরোধী এই চক্রটি দেশটিকে অস্থিতিশীল করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য নানাভাবে ষড়যন্ত্র চালিয় আসছে। তাদের এই স্বপ্ন সফল হবে না।

তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য আও য়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

১৫আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় গোলকপুর বাজারে শনিবার (১৯আগস্ট) বিকেল তিনটার দিকে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

এতে সভাপতিত্ব করেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মকবুল হোসেন। সাধারণ সম্পাদক পোলক কান্তি দাসের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ এইচ এম ওয়াসিম, শাহ আলী আকবর, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version