/////

ধর্মপাশায় শ্বশুড় বাড়িতে পালিয়েও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার হলেন পুলিশের হাতে

8 mins read

ডাকাতির ঘটনায় জড়িত থাকায় পুলিশের গ্রেপ্তার থেকে নিজেকে বাঁচাতে নিজেদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে এসে সপ্তাহ খানেক আগে আশ্রয় নিয়েছিলেন শ্বশুড় বাড়িতে। কিন্তু শেষ রক্ষা হলো না।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামে থাকা নিজ শ্বশড়বাড়ির বসতঘর থেকে আশিক মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর দক্ষিণহাটি গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক কাছন মিয়ার ছেলে।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া জলমহালের খলাঘরে গত ২৪মার্চ রাতে ডাকাতির ঘটনা ঘটে।এ ঘটনায় ২৬মার্চ রাতে ১৫/২০জন কে অজ্ঞাতনামা আসামি করে ধর্মপাশা থানায় একটি ডাকাতির মামলা হয়। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা থাকায় আসামি আশিক মিয়া কে তাঁর শ্বশুড় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলার ধানকুনিয়া জলমহালে জেলেদের খলাঘরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৪জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আশিক মিয়া (৩০) ডাকাতির ঘটনায় জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন।

আজ রোববার বিকেলে তাকেঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version