সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুধবহর গ্রামের সামনের মাঠে গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এতে অর্ধ শতাধিক কিষান কিষানি অংশ নেয়। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান হাসান আল বান্না এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাঠ দিবস অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, কৃষক মিজানুর রহমান প্রমুখ।