সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর হাওরীপাড়া গ্রামের বাসিন্দা দীপ্ত চন্দ্র দাস (১৩) গত শনিবার ( ৭মে) দুপুর থেকে নিখোঁজ রয়েছে। সে উপজেলার মধ্যনগর বিপি হাইস্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের সবজি ব্যবসায়ী নিপেন্দ্র দাসের ছেলে। নিখোঁজ ওই ছাত্রটির বাবা- মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে তাঁদের ছেলেকে হন্নে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আজ রবিবার (৯মে) সকালে উপজেলার মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ ছাত্র দীপ্ত চন্দ্র দাসের বাবা নিপেন্দ্র চন্দ্র দাস (৪০) বলেন, গত শনিবার (৭মে) সকালে আমার ছেলে দীপ্ত দাসের সঙ্গে তার এক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে আমার স্ত্রী সন্ধ্যা রানী (৩০) রাগান্বিত হয়ে ওইদিন দুপরে দীপ্তকে গালমন্দ করে শাসন করেন। এ অবস্থায় তার মায়ের সঙ্গে অভিমান করে কাউকে না জানিয়ে সে ওইদিন বেলা দুইটার দিকে বসতঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু আর বাড়ি ফেরেনি। তাকে নানাস্থানে খোঁজ করে না পেয়ে আজ সোমবার এ নিয়ে থানায় একটি জিডি করেছি। আমরা আমাদের ছেলেকে খুঁজে না পেয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে দিনযাপন করছি।
মধ্যনগর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ছাত্রের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ হওয়া ছাত্রকে উদ্ধারের জন্য থানা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।
Leave a Reply