সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি গ্রামের নিজবাড়ি থেকে শনিবার (১৭ডিসেম্বর) সকালে রফিক মিয়া(২৬) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই পাপন দে বলেন, উপজেলার পাইকুরাটি গ্রামের রফিক মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুনামগঞ্জ আদালতে একটি মামলা হয়। মামলা নং ৩৪০/২২। এই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওইদিন দুপুরে তাঁকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারগারে পাঠানো হয়েছে।