সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মাঠে রাজস্ব খাতের অর্থায়নে ভূট্রা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক কিষান কিষানি অংশ নেয়। স্থানীয় কৃষক মুখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সাখাওয়াত হোসেন সোহাগ, কৃষক মাজহারুল হক প্রমুখ।