/

ধর্ষণের অভিযোগ: শাকিব প্রসঙ্গে মুখ খুললেন সেই নারী

10 mins read

গেল কয়েকদিনে ঢালিউডের সবচেয়ে আলোচিত ইস্যু চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধেধর্ষণে অভিযোগ। নির্মিতব্যঅপারেশন অগ্নিপথসিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহর অভিযোগের পর এবার এই ইস্যুতে মুখ খুলেছেন সেই নারী।

দেশের একটি গণমাধ্যমকে সেই নারী বলেছেন, ‘বাংলাদেশে আমার প্রসঙ্গ টেনে আমার হয়ে যে অভিযোগ করা হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না। সিনেমাটি সম্পূর্ণ করা হবে কি না, তা নিয়েও আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। আর আমার ব্যক্তিগত ঘটনা নিয়ে যে সব কথা হচ্ছে, তার জন্য আমি কাউকে অনুমতি দিইনি। এমনকি এই প্রসঙ্গ নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করা হবে, তা-ও আমি জানতাম না। ২০১৬ সালের অভিযোগটি এখনও তদন্তাধীন। কী করব, তা ভবিষ্যতে বিবেচনা করব। এখন আমি এ সব নিয়ে ভাবছি না।’

বৃহস্পতিবার এই ইস্যুতে শাকিব সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘আমি জানি যে, অপরাধটা আমি করিনি, আমার সঙ্গে করা হয়েছে। অন্যায় আমি করিনি, আমার সঙ্গে করা হয়েছে। সেই শক্তি থেকেই আমার মনে হয়েছে, শুধু পর্দায় অন্যায়ের প্রতিবাদ করে যাবো, আর বাস্তব জীবনে করবো না, তা তো হয় না।’

এদিকে, শাকিব খান মামলার এজাহারে লিখেছেন, ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর শাকিব খান সিডনিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এরপর মধ্যরাতে শাকিব খান হোটেলে ফিরে যান। সেখানে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হলে শাকিব খান ও সহপ্রযোজক এক নারীকে হোটেলে রেখে নিজ বাড়িতে চলে যান রহমত উল্লাহ। পরদিন ১৪ সেপ্টেম্বর সকালে সেই নারীর ফোন পেয়ে তিনি আবার সেই হোটেলে যান এবং সেখান থেকে তাঁকে বাড়িতে নামিয়ে দিয়ে আসেন। একই দিন একটি হাসপাতালের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিডনির সেন্ট জর্জ থানায় একটি বক্তব্য দেন ওই নারী। এ বক্তব্যের সাক্ষ্য হিসেবে পুলিশের কাছে বয়ান দেন রহমত উল্লাহ। পরদিন শাকিব খান অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

পরবর্তীতে শাকিব খান যখন দুই বছর পর অস্ট্রেলিয়ায় যান তখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version