/////

নবীগঞ্জে টাকা ধার না দেয়ায় বৃদ্ধা ও শিশুকে মারপিট করে আহত করেছে একদল লোক

8 mins read

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে টাকা ধার না দেয়ায় বৃহস্পতিবার দুপুরে এক বৃদ্ধা ও শিশুকে বেদরক মারপিট করে গুরুতর আহত করেছে একই গ্রামের এলাইছ মিয়া ও তার পুত্ররা। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামের মৃত কদ্দুস মিয়ার পুত্র শফিক মিয়ার স্ত্রী লায়লা বেগম সৌদি আরব প্রবাসী। এ কারণে প্রতিবেশী এলাইছ মিয়া এবং তার ছেলে তাহের মিয়া ও শাকিল মিয়া প্রায়শই শফিক মিয়ার কাছে টাকা ধার চায়। টাকা ধার না দেয়ায় দিনে দিনে এলাইছ মিয়া ও তার দুই ছেলে শফিক মিয়ার উপর ক্ষুব্ধ হয়ে উঠে।

এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে এলাইছ মিয়ার পুত্র শাকিল মিয়া শফিক মিয়ার মা পরিছা বিবির কাছে ২০ হাজার টাকা ধার চায়। পরিছা বিবি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দুপুরের দিকে শাকিল মিয়া পরিছা বিবিকে প্রথমে গালিগালাজ করে। এক পর্যায়ে এলাইছ মিয়া ও তার দুই ছেলে পরিছা বিবি ও তার নাতি শিশু তোফায়েল মিয়াকে লাটি দিয়ে বেদরক মারপিট করে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা পরিছা বিবির কাপড়ের আচলে থাকা নগদ ২০ হাজার টাকা ও হাতে থাকা একটি মোবাইল ফোন নিয়ে যায়।

আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে পরিছা বিবি ও তার নাতি শিশু তোফায়েল মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এব্যাপারে শফিক মিয়া বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version