
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী শিশু সহ কমপক্ষে আরও ৫জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (১০মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের মৃত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া(৬৫) ও চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া(৪০)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ফুলতলী বাজার এলাকায় পৌঁছমাত্রই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ ৫জন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মানিক মিয়া সিলেটের ওসমানী মেডিকেলে ও সোহেল মিয়া নবীগঞ্জ হাসপাতালে মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ২জন নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।