/

নানাবাড়িই কাল হলো শিশু ফারজানার

8 mins read

ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে নানাবাড়ি যাওয়ার পথেই এক্সপ্রেসওয়েতে বেপরোয়া মাইক্রোবাস কেড়ে নিশো ছোট্ট ফারজানার প্রাণ। চোখের সামনে কলিজার টুকরা মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা।

নিহত ফারজানা (৮) মাদারীপুরের শিবচরের আব্বাস ফকিরের কান্দি গ্রামের দরিদ্র নির্মাণ শ্রমিক ফিরোজ মোল্লার মেয়ে। বয়াতি কান্দি তালিমুল কোরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী।

পুলিশ ও পরিবার জানায়, আট বছরের শিশু কন্যা ফারজানা বৃহস্পতিবার তার মা রুমা বেগম ও ছোট ভাই রনিকে নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নানাবাড়ি বেড়াতে যাচ্ছিল। তারা গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বন্দরখোলা এলাকায় আসে। এসময় শিশু ফারজানা তার মায়ের হাত ছেড়ে হেঁটে এক্সপ্রেসওয়ে পারাপার হওয়ার সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারজানার মা রুমা বেগম বলেন, ঈদের শুরু থেকেই ও বায়না ধরে ছিল নানাবাড়িতে বেড়াতে যাবে। সংসারের ব্যস্ততায় ঈদের সময় সেখানে আর যাওয়া হয়নি। দুপুরে আমি আমার ছোট ছেলে রনি ও ফারজানাকে নিয়ে বাবার বাড়ি ভাঙ্গার উদ্দেশ্যে রওনা করি। এরপর এই দুর্ঘটনা ঘটে।আমার কলিজার টুকরা এভাবে চলে যাবে আমি বুঝতে পারিনি।

শিবচর হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version