///

নিখোঁজের দুদিন পর ইউপি সদস্য ও তার ছেলের লাশ উদ্ধার

7 mins read

সিরাজগঞ্জের কাজিপুরে দুই দিন নিখোঁজ থাকার পর যমুনা নদী থেকে মো. রিপন তালুকদার (৪২) নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( মে) বিকাল টার দিকে উপজেলার বারজান গ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

পরদিন মঙ্গলবার (২ মে) সকালে একই স্থান থেকে নিহত রিপন তালুকদারের নিখোঁজ ছেলে আশিক বাবুর (১৩) লাশও উদ্ধার করা হয়। তারা দু’জনেই রোববার (৩০ এপ্রিল) থেকে নিখোঁজ ছিলেন। নিহত মো. রিপন তালুকদার উপজেলার সিন্দুর আটা গ্রামের মো. শহীদ তালুকদারের ছেলে এবং চরগিরিশ ইউনিয়নের সাবেক সদস্য।

নিহতের স্বজনরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ছেলে আশিক বাবুকে নিয়ে উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোড়তা গ্রামের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পরে রাতে পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পায়। এ ঘটনায় কাজিপুর থানায় সোমবার দুপুরে সাধারণ ডায়েরি করা হয়।

কাজিপুর থানা ওসি শ্যামল কুমার দত্ত বলেন, খবর পেয়ে বারজান এলাকার যমুনা নদী থেকে সোমবার বিকালে রিপন তালুকদারের লাশ উদ্ধার করা হয়। একই জায়গা থেকে মঙ্গলবার সকালে তার ছেলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version