নিয়মিত খেলাধুলার আয়োজনে যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব : এম.পি মানিক

13 mins read

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, নিয়মিত খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব। বর্তমান ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটি অন্যতম শক্তিশালী দেশে। ক্রিকেট খেলায় বাংলাদেশের যে ধারাবাহিক উন্নতি ঘটছে, এতে অচিরেই ক্রিকেট পরাশক্তিতে পরিনত হবে বাংলাদেশ।

বর্তমান সরকার খেলাধুলার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। দেশের অভুতপূর্ব অগ্রগতির সাথে খেলাধুলাও এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। শুক্রবার বিকেলে ছাতকের ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কুচবাড়ী ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইন্যাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন এমপি মানিক।

অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, আফজাল হোসেন, ইসলামপুর ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতি সুনু মিয়া মেম্বার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম, ব্যবসায়ী হাজী আব্দুস ছামাদ। ব্যবসায়ী হাজী বুলবুল আহমদ, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, মাফিজ আলী, সিবিএ সেক্রেটারী আব্দুল কদ্দুছ, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন, কুহিন চৌধুরী, মিনহাজুর রহমান তাপস, পৌর কাউন্সিলর আফরোজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রাসেল মাহমুদ, আব্দুল মোনায়েম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি, আব্দুল হাফিজ মেম্বার, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসতেয়াক রহমান তানভির, ব্যবসায়ী, ফরিদ আহমদ, মিজান আহমদ, কামরুল হাসান শাওন, বক্সার জয়নূল ইসলাম জয়, নাহিয়ান চৌধুরী সহ ক্রিড়ামুদি লোকজন উপস্থিত ছিলেন।

খেলার ১ম পুরস্কার দাতা সাদমান মাহমুদ সানি, ২য় পুরস্কার দাতা মুক্তার হোসেন ও ৩য় পুরস্কার দাতা হলেন ছুরত হোসেন। ১০ ওভারের ফাইন্যাল ম্যাচটি জুনেদ একাদশ ও ইমরান একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা ৭ উইকেটে জুনেদ একাদ কে পরাজিত করে ইমরান একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version